কথা দিলাম
মঈন তাজ


মনের দুয়ার খুলে দিলি চোখের চাহনিতে,
কোন্ সুখে তুই পা বাড়ালি আমার পৃথিবীতে।
উদাস হয়ে মন ভাসালি কোন্ সে সুখের গীতে,
চাঁদ হয়ে তুই উঠলি হেসে আমার অবনীতে।


অবাক হয়ে চেয়ে চেয়ে দেখি আমি তোকে,
প্রেমের কাব্য লেখা বুঝি কাজল কালো চোখে!
অধর ছুঁয়ে আঁধার ভাঙ্গা পড়লো হাসি ঝরে,
ভালোবাসায় মন ভেজালি বলনা কেমন করে!


আঁকলি যখন কাজল রেখা ডাগর চোখের কোণে,
বলনা সখি কি কথা তুই ভাবলি তখন মনে?
লাল টিপে তোর উঠলো হেসে প্রভাতি রঙ ধারা,
মন ভোলা তোর মিষ্টি কথায় হলাম আপন হারা।


গুনগুনিয়ে কি গান যেনো গাইলি আমার কানে,
ভেসে গেলো হৃদয় আমার অকূল প্রেমের বানে।
তোর অধরে অধর মেলায় ভালোবাসার গানে,
তোকে ভেবেই হৃদয় হাসে অথৈ অভিমানে।


আমার এ হাত রাখিস যদি তোর সে কোমল হাতে,
কথা দিলাম ভাঙ্গবেনা মন কঠিন অভিঘাতে।
আপন হয়ে থাকবো সাথে কঠিন বেদনাতে,
সাক্ষী হয়ে থাকলো আকাশ জোনাক জ্বলা রাতে।


ঢাকা
২৭/১১/২১