কুরবানীর শিক্ষা
মঈন তাজ


জিলহজ্ব মাসের চাঁদ উঠেছে
কুরবানীর ঐ ঈদ এলো
নতুন চাঁদের আনন্দে তাই
সবার মাঝে প্রাণ পেলো।


খালেস মনে কুরবানী দেই
মহান রবের তুষ্টিতে,
তাকওয়া দিয়ে জীবন গড়ি
পরকালের পুষ্টিতে।


মহান প্রভু চায় নিতে যে
মানব মনের পরীক্ষা,
প্রিয় জিনিস করো কুরবান
দিলেন তিনি এ শিক্ষা।


আত্মত্যাগের মহোৎসবে
তাওহীদের ঐ এক বাণী,
আপন মনের পশুটাকে
করতে হবে কুরবানী।


ইব্রাহিম আর ইসমাইল এর
সিলসিলাতে মন মাতে,
মহান রবের কাছে যাওয়ার
শিক্ষা মোরা পায় তাতে।


পরিশুদ্ধ নিয়ত নিয়ে
শুদ্ধ করি আত্মাকে,
জগৎ জুড়ে দেই ছড়িয়ে
মহান রবের বার্তাকে।


সব ভেদাভেদ ভুলে গিয়ে
আদায় করি সবার হক,
এক আল্লাহর বাণী বুকে
মুমিন কভু হয়না ঠক।


মানব জীবন গড়বো মোরা
মহান ত্যাগের শিক্ষাতে,
মনের কলুষ যাক মুছে সব
কুরবানীর ঐ দীক্ষাতে।


যশোর
২৮/০৭/২০