লজ্জা ও ঘৃণা
             মঈন তাজ


সে দিন ধানমন্ডির বত্রিশ নাম্বার বাড়ীতে।
একদল পিশাচ এলো আলোর বুকে অন্ধকার নামাতে।
কালো অমানিশায় ঘনীভূত হলো অন্ধকার।
চারিদিকে শুনা গেলো হায়েনার চিৎকার।
কি চাস তোরা? বলিষ্ঠ কন্ঠের আওয়াজ।
হায়েনারা নাড়ে লেজ,সিংহের লাগে লাজ।
সিংহের গায়ে কামড় দিলো নিকৃষ্ট পশুর দল।
রক্তে রঞ্জিত হলো বাংলা মায়ের অঞ্চল।
একদল বেঈমান কাপুরুষ করে গেলো সর্বনাশ।
ক্ষতবিক্ষত হলো স্বপ্ন কলঙ্কিত হলো ইতিহাস।
ওরা অগাধ বিশ্বাসের বুকে চালালো গুলি।
ওরা সংগ্রামী ইতিহাসে লাগালো চুনকালি।
থমকে গেলো বাংলাদেশ, হতভম্ব জনগন।
পিতার বুকে চালাই গুলি এমন পিশাচ মন।
এ দেশের বুকে জন্মেছিল  কুলাঙ্গার সন্তান।
যারা দিতে পারেনি মহান নেতাকে শ্রদ্ধা ও সম্মান।
বঙ্গবন্ধু হে মহান নেতা তুমি চিরকাল অম্লান।
বৃথা যাবেনা তোমার রক্ত তুমি চির জাগ্রত প্রাণ।
আজ লজ্জা আর ঘৃণা জাগে তাদের জন্য।
যারা ঐ পনেরই আগষ্ট হয়েছিল বন্য।
আজ লজ্জা আর ঘৃণা জাগে তাদের জন্য।
যারা সে দিন হয়েছিল বর্বর জঘন্য।


রাজশাহী
১৫/০৮/১৮