লাল নীল শাড়ি
মঈন তাজ


এই পথ দিয়ে তুমি চলে গেছ
লাল নীল শাড়ি পড়ে।
বৃষ্টির ধারা ঝরে ছিল সে দিন
তোমার নয়ন জুড়ে।


প্রেম আর বেদনা মাখা তোমার শাড়ী
স্তদ্ধ ছিল গায়ে।
তোমার চোখের জলে ভেসেছিল প্রেম
বেদনার নায়ে।


তোমার সুখ তরীর ছিল যে মাঝি
সে হারিয়েছে কূল।
উত্তল সাগর ঢেউয়ে ভ্রান্ত হয়ে
করেছিল ভুল।


এখন সে কূল হীন বেদনার জলে ভাসা
কুচরিপানা।
কোন কূলে ভিড়বে সে
নেই তার জানা।


ঢাকা
৩০/১২/১৭