ললনা
মঈন তাজ


কে গো তুমি ললনা?
ফিরে কেন দেখনা?
আনমনে কেন যাও?
একবার ফিরে চাও?
তোমাকে দেখে মন।
প্রেম করে গুঞ্জন।
শুনো ওগো ললনা।
একা একা চলোনা।
জীবনের এই পথ।
চলি হাতে রেখে হাত।
বলোনা গো ললনা
ভালবাসা দিবেনা?
প্রেমের ঐ জলে ভেসে।
যাবে দিন খেলে হেসে।
স্বপ্নের নীল আকাশে
ছবি আঁকি মিলে মিশে
তোমার ঐ কালো কেশে
দেব ফুল ভালোবেসে।
জোছনা ভরা রাতে।
দু'জনে এক সাথে।
হাসনাহেনার ঘ্রাণ।
ভরে দিবে এই প্রাণ।
গল্প কবিতা গানে।
মিশে যাবো প্রাণে প্রাণে।
মিশে যাবে দুটি দেহ।
জানবেনা আর কেহ।
জীবনের এই পথে।
হেঁটে যাবো এক সাথে।
দেব ভালবাসা প্রীতি।
তুমি হবে চির সাথী।
সোনা চাঁদ ললনা।
তুমি কি তা জানোনা?


ঢাকা
০৪/০৪/১৯