মাহে রমজান (সনেট)
মঈন তাজ


এসো সবে লুটে নাও রহমত যত,
মাহে রমজান এলো জাগো হে মানুষ,
মুছে ফেলো পাপ দ্বেষ হও অকলুষ,
ঝুলি ভরে নিয়ে যাও ঝরে অবিরত।
পবিত্র কালাম পাকে তাঁরই আশ্বাস,
নিজ হাতে দিবে প্রভু তার প্রতিদান,
সোজা পথে এসো সবে গাহি তাঁর গান,
রহমত বরকত নাজাতের মাস।


ভরে দাও এ অন্তর তব রহমতে,
দিওনা নরক জ্বালা তুমি কোনমতে।
যত বালামুসিবত দূর করে দাও,
শত ভুল ক্ষমা চেয়ে সেজদায় গিয়ে,
এই অধমের পানে ফিরে তুমি চাও,
দাও প্রভু দাও তুমি বিপদ ঘুচিয়ে।


যশোর
১৩/০৪/২১