মানব জীবন
মঈন তাজ


জীবন বড় অদ্ভুত কিম্ভূতকিমাকার,
কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো অন্ধকার।
কখনো বা জোসনা রাতে স্বপ্নের হাতছানি,
কখনো বা ঘিরে ধরে ব্যর্থতার ঘৃণ্য গ্লানি।
বিষন্নতা নেমে আসে যখন জীবন জুড়ে,
তখন ভাবি মিথ্যে সবই জগত সংসারে।
ছুটে চলি অবিরাম করি জীবনের সন্ধান,
কোথাও পাই সম্মান কোথাও হই অপমান।
তবু জীবন ছুটে চলে জনকোলাহলে,
কেউ ব্যর্থতা কেউ সফলতার কথা বলে।
কখনো শূন্য কখনো বিষন্ন কখনো পূর্ণ মন,
কখনো দীপ্ত কখনো তৃপ্ত এইতো মানব জীবন।


ঢাকা
১৮/০২/১৭