মানবতার মুক্তির দূত
মঈন তাজ


অন্ধকার ঐ মরুর বুকে আলোর প্রদীপ জ্বেলে।
মানবতার মুক্তির দূত পৃথিবীতে তুমি এলে।


অন্ধ হৃদয় আলো পেলো কাটলো অমানিশা।
পাপাচারে লিপ্ত মানুষ পেলো পথের দিশা।


তাওহীদের ঐ বাণী নিয়ে এলে দুনিয়ায়।
সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া কোন এলাহ্ নাই।


তোমার মুখে উচ্চারিত তৌহিদী গান শুনে।
দ্বীন ইসলামের ছায়া তলে আসলো জনে জনে।


বন্ধ হলো মানুষের ঐ বিদ্বেষ হানাহানি।
গোত্রে গোত্রে বন্ধ হলো যুদ্ধের ঝলকানি।


পৃথিবীর বুকে প্রবাহিত হলো শান্তির সুবাতাস।
মানুষের মাঝে নেমে এলো যেন তৌহিদী উল্লাস।


রহমাতুল্লিল আলামীন তুমি পৃথিবীর সর্দার।
তুমি এলে তাই বন্ধ হলো অশান্তি অনাচার।


জীবন্ত ঐ কবর হতে মুক্তি পেলো নারী।
বন্ধ হলো দাস দাসত্ব মানুষের আহাজারি।


বন্ধ হলো কুসংস্কার অন্যায় অবিচার।
ন্যায় ইনসাফের প্রতীক তুমি মিথ্যার হুংকার।


ছড়িয়ে দিলে খোদার বাণী পৃথিবীর কোনে কোনে।
লা ইলাহা ইল্লাল্লাহু বাজিলো মানব প্রাণে।


ঢাকা
২৫/০৫/১৯