মানুষ হবি কোন্ কালে
মঈন তাজ


ওরে জাত ও জাতির লজ্জা তোরা বজ্জাতি সব বজ্জাতি,
দেশের মুখে চুন কালি দিস আনিস ডেকে কুখ্যাতি।
তৃপ্তি কি পাস ঘৃণ্য কাজে এই কি তোদের ভীমরতি?
পশুর চেয়েও অধম হলি এ কোন্ তোদের দূর্গতি?


জাতির খ্যাতি ধুলায় লুটাই বুজরুকি সব বুজরুকি,
অজাত বেজাত কুলাঙ্গারে দেয় জাতি আজ ভর্তুকি।
মানুষ হয়ে বুঝলি না তুই মানুষ পশুর তফাৎ কি?
হিংস্র পশুর মতই কেনো কান্ড করিস তুঘলকি?


ওরে মানুষ নামের কলঙ্ক তুই মানুষ তোদের কে বলে?
আর কত কাল থাকবি অধম মানুষ হবি কোন্ কালে।
কর্ম যদি জঘন্য হয় মানুষ হওয়ার অর্থ কি?
ঘৃণ্য ওসব কর্ম দেখে লজ্জাতে তাই মুখ ঢাকি,


ওরে আজকে মাথা হেট হয়ে যায় ঘেন্নাতে আর লজ্জাতে,
কোনো কালে এই কি ছিলো জাত ও জাতির মজ্জাতে?
ওরে জাত ও জাতির লজ্জা তোরা বজ্জাতি সব বজ্জাতি,
কুকাজ করে ধ্বংস করিস অহংকারের সুখ্যাতি।


গর্বেভরা উর্ধমুখে লাগাস কেনো চুন কালি?
ওরে পতন দেখে অন্যরা সব হাসবে দেবে হাত তালি।
ওরে এখনো যে সময় আছে সূর্য ডুবে যায়নি তোর,
লাথি মেরে দে ফেলে দে শয়তানি ঐ মিথ্যে ঘোর।


আয় ছুটে আয় আয়রে সবাই মানবতার আলো জ্বেলে,
আয়রে সবাই আয় ছুটে আয় অন্ধ কুপথ পিছে ফেলে।
মানুষ হয়ে থাকবি সদায় মনুষ্যত্বের ছায়া তলে,
বর্বরতা থাকবেনা আর সত্যিকারের মানুষ হলে।


যশোর
০৭/১০/২০