মানুষ হতে দিও
মঈন তাজ


বস্তি ঘরে জন্ম আমার
ঘুরি পথে পথে
পেটের দায়ে কাজে ছুটি
বাঁচি কোনো মতে।


অর্থকড়ি নেইতো মোদের
নেইতো জ্ঞানের আলো
কালির ছটা নেইকো বলে
জগৎ দেখি কালো।


সবাই যখন স্কুলে যায়
আমি ছুটি কাজে
পড়া লেখার মর্ম আমায়
কেউতো বলে না যে!


আমরাও চাই জ্ঞানের আলো
এই দুনিয়ার মাঝে
জ্ঞানের মশাল হাতে নিয়ে
থাকবো সকল কাজে।


মানুষ ভেবে আমাদেরও
সঠিক পথে নিও
আমাদেরও শিক্ষা নিয়ে
মানুষ হতে দিও।


যশোর
২৭/০২/২০