(জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে)
মানুষ ও মানবতার কবি
মঈন তাজ


কাজী নজরুল ইসলাম
অবিসংবাদী এক নাম।
সত্য প্রকাশে কলম যাহার
লিখে গেছে অবিরাম।


কখনো শান্ত কখনো ক্ষ্যান্ত
কখনোবা বিদ্রোহী।
কখনোবা প্রেমের জোয়ার
উঠেছে দু'কূল বহি।


কখনো তাঁহার বাঁশের বাঁশীতে
উঠেছে প্রলয় ঝড়।
অত্যাচারীর খড়্গে কখনো
ত্যাজেনী সে অধিকার


হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান
সকল সম্প্রদায়।
বলেছেন মোরা সবাই মানুষ
সকলেই ভাই ভাই।


সত্যনিষ্ঠ ন্যায়ের পথে
লড়েছেন চিরকাল।
অসাম্প্রদায়িক সমাজ গঠনে
ছিলেন অবিচল।


দুঃখীর বুকে শান্তনা তিনি
শোষকের বুকে ত্রাস।
আশাহত বুকে আশার বাণী
বঞ্চিত বুকে শ্বাস।


মানব প্রেমের প্রতীক তিনি
তারুণ্যের উল্লাস।
কাব্য কবিতা গল্প গানে
গড়েছেন ইতিহাস।


দীপ্ত কন্ঠে গেয়েছেন তিনি
মানুষের জয়গান।
মানুষে মানুষে নেই ভেদাভেদ
এই ছিল আহ্বান।


চিরযৌবনা দিপ্ত ক্ষীপ্ত
চির উন্নত শির।
সম্য মৈত্রী সমাজ গঠনে
হয়েছিল অস্থির।


অন্যায়ের তিনি বিদ্রোহী সুর
ন্যায়ের প্রতিচ্ছবি।
তিনি আমাদের কাজী নজরুল
বাংলা মায়ের কবি।


আন্ধার রাতে পূর্ণ শশী
বাদল ভাঙ্গা রবি।
মানবতাবাদী বিদ্রোহী বীর
তিনি মানুষের কবি।


ঢাকা
২৬/০৫/১৮