মানুষ তবু আশায় বাঁচে
মঈন তাজ


মানব মনের সকল আশা হয় কি পূরণ কভু?
আশার গাঙে নাও ভাসায়ে মানুষ চলে তবু।
আশার তরী বেয়ে চলে কোন্ সে অচীন পথে,
সুখ স্বপনে ঘুরে বেড়ায় রঙিন মনের রথে।


সুখের হাওয়া যায়না পাওয়া অচীন পুরে থাকে,
আড়াল থেকে মাঝে মাঝে চোখ ইশারায় ডাকে।
ফলের আশে গাছ লাগিয়ে ফুল আসেনা শাখে।
তবু সবাই আশার বুকে গাছ লাগিয়ে রাখে।


সুখ পাখিটা মধুর সুরে পাতার আঁড়ে ডাকে।
পথের মাঝে পথ ভুলে যায় চেনা পথের বাঁকে।
দিবা রাতি স্বপ্ন দেখে কালো চোখের তারা,
সুখ বিলাসী মন উদাসী হয় সে আপন হারা।


এক জীবনে মানব মনে হোকনা যতই পাওয়া,
আমৃত্যুকাল হয়না পূরণ মনের সকল চাওয়া।
এখান থেকে ওখানে যায় বাঁধন হারা হয়ে,
এমনি করে-ই মানব জীবন যাচ্ছে শুধু ক্ষয়ে।


রিপুর মোহে ছুটছে সবাই প্রাণের মায়া ভুলে,
হতাশাতে কত জীবন হচ্ছে বাউন্ডুলে।
মানুষ তবু আশায় বাঁচে এটাই চিরসত্য,
চাওয়া পাওয়ার হিসাব নিয়ে সবাই থাকে মত্ত।


যশোর
৩০/০১/২১