মানুষ তুমি হিতৈষী হও
মঈন তাজ


নিজের হিতে অবনী হতে
আনতে চাহিলে চাঁদ
পরের হৃদে বেদনা দিতে
গড়িলে মরণ ফাঁদ।


প্রাসাদে যেয়ে একাকী খেয়ে
নেই তাতে কোন সুখ
ভুখার পাতে খাবার দিতে
চেয়ে দেখ সেই মুখ।


জীবন শুধু একার নহে
আছে পরার্থপরতা
আপন স্বার্থে যে জন ঘুরে
সে জীবন তার বৃথা।


মানুষ তুমি হিতৈষী হও
মানবের কল্যাণে
তোমার আছে বিবেক বুদ্ধি
এই কথা রেখ মনে।


এই ধরাধামে মানব প্রেমে
মুগ্ধ যে জন হলো
জন্ম যে তার হলো স্বার্থক
আসল সুধা সে পেলো।


আপন স্বার্থ ত্যাজিয়া করি
মানুষের উপকার
সবার সুখে খুঁজি নিজেকে
সুখে দুখে একাকার।


যশোর
১৪/০১/১৯