মাটির নীচে ত্রাণের খনি
মঈন তাজ


টাকা দিয়ে তোশক বানায়,
বন খেকো সেই আব্দুল গনি।
খাটের নীচে পাওয়া গেলো,
ভোজ্য তেলের আজব খনি!


মাটির নিচে যাচ্ছে পাওয়া,
ত্রাণের চালের বস্তা নাকি?
কে বলেরে ত্রাণ বিলাতে,
জননেতা দিচ্ছে ফাঁকি!


মহোৎসবে করছে সবাই,
চারিদকে ত্রাণ বিতরণ।
নেতা যদি ত্রাণ খেয়ে নেয়,
কষ্ট পাওয়ার নেইতো কারন।


গরীব দুঃখীর খাবার খাবে
এটুক্ যাদি না খায় নেতা
না খেয়ে সে থাকবে নাকি?
এটা কি আর হলো কথা!


সরকারি মাল খেয়েছে তাই,
চোর কেনো আজ বলছো তাকে!
ওদের কি আর চোর বলা যায়!
চোর হলোতো গরীব লোকে!


সবখানে ভাই আমরা দোষী,
জগতজোড়া গরীব দুঃখী
শত দোষেও হয়না দোষী
ওরাই তো ভাই জগত সুখী।


যতই করুক চোর ডাকাতি
তবুও তারা মহান নেতা
হোকনা যতই দূর্নীতিবাজ
উচ্চ স্বরে বলবে কথা।


নয় ওরা চোর নয়তো খুনি
ওরাই সাধু সাচ্চা জানি
ন্যায় নীতি হীন দূর্নীতিবাজ
তবুও তাদের নেতা মানি!


যশোর
১৭/০৪/২০