মিথ্যে মায়া এই দুনিয়া
মঈন তাজ


মিথ্যে মায়া এই দুনিয়া
মূল্য কিছুই নাই।
টাকা কড়ি গাড়ি বাড়ি
কি আর হবে ছাই!


কি লাভ হবে কোটি টাকার
ক্যাসিনোর কারবারে।
জবাব তোমায় দিতেই হবে
খোদার ঐ দরবারে।


দম ফুরালে বন্ধ হবে
ভবের সকল খেলা।
কেন তুমি অহির বিধান
করছো অবহেলা।


ভোগ বিলাসে মত্ত হয়ে
মদের নেশায় মেতে।
দো'জাহান-ই ধ্বংস হলো
কি লাভ হলো তাতে?


কি লাভ হলো কোটি টাকার
গাড়ি বাড়ি করে।
মৃত্যু যখন ধরবে এসে
থাকবে মাটির ঘরে।


পরকালের তরে কিছু
করিও সঞ্চয়।
এক আল্লাহর পথে আছে
মুক্তি সুনিশ্চয়।


থাকতে সময় হও হুশিয়ার
ওহে পাপীতাপী।
মহান খোদার রহমতে
হবে গুনাহ মাফী।


যশোর
২৫/০৯/১৯