মিথ্যে মায়া
মঈন তাজ


ভবের মোহে মাতাল হয়ে
যাচ্ছি শুধু তরী বেয়ে,
অবিরত চালায় তরী
অকূল পথে যাচ্ছে ধেয়ে।


মিথ্যে মায়া এই দুনিয়া
মায়ার জলে ভাসায় তরী,
ভবের মায়ায় মত্ত হয়ে
ফেলে গেলাম পারের কড়ি।


জনম ভরে গেলাম করে
লাভের আশায় ছুটাছুটি,
নকল সোনা নিলাম তুলে
করে সবাই লুটোপুটি।


মনের সুখে বসে বসে
জীবন পাতার হিসাব কষি,
লাভের খাতায় শূন্য সবি
একলা একা ভাবছি বসি।


জীবন নামের নৌকা বেয়ে
পৌঁছে দেখি নদীর পাড়ে,
সবাই গেছে আমায় ছেড়ে
নেইতো কেহ নদীর ধারে।  


যশোর
২৯/১০/২০