মনু্ষ্যত্বের ক্ষয়
মঈন তাজ
                        
শত অপরাধে অপরাধী যারা পেয়ে যায় তারা ছাড়া।
বিনা অপরাধে জেল খেটে মরে অসহায় মানুষেরা।


নেই টাকাকড়ি নেই সম্পদ নেই ক্ষমতার জোর।
অসহায় যারা নিপীড়িত তারা,তাদেরি বানাই চোর।


বিনা অপরাধে পিটিয়ে মারে কেড়ে নেয় যারা প্রাণ।
তারাই আজকে সাচ্চা সাধু গায় বিজয়ের গান।


খুন করে আজ দম্ভে ঘুরে ফাঁসির আসামী কত।
আইনের প্যাঁচে ঘুরেঘুরে পঁচে অসহায় কত শত।


প্রতারণা ফাঁদে কত লোক কাঁদে চোখে অসহায় জল।
দ্বারেদ্বারে ঘুরে কেউ শুনেনারে আবেদন নিষ্ফল।


ন্যায়নীতি হীন বিচার বিহীন কত যে মানুষ কাঁদে।
সেই শুধু জানে কি জ্বালা প্রাণে যে পড়ে কেসের ফাঁদে।


নেই অধিকার নেই প্রতিকার রাজপথে বড় ভয়।
মানুষ আজকে বড় অসহায় মনুষ্যত্বের ক্ষয়।


নাকের ডগায় আসামী ঘুরে পুলিশ পায়না টের।
বিনা অপরাধে পুলিশের ফাঁদে মানুষ পড়েছে ঢের।


হায়রে পুলিশ হায়রে রাষ্ট্র হায়রে বিচারালয়।
তোর পদতলে মানুষ দোলে পিষে পিষে হয় ক্ষয়।


অন্যায় আর অপরাধে আজ বিবেক করেছে গ্রাস।
বিশ্বব্যাপী বেড়ে চলে শুধু অপরাধ সন্ত্রাস।


ঢাকা
০৪/০৭/১৮