মুক্তিযোদ্ধা
মঈন তাজ


শহীদ গাজী যত আছে মহান মুক্তিযোদ্ধা
অকুতোভয় বীর সেনানী জানাই তাঁদের শ্রদ্ধা।
মুক্তিকামী মহান সাধক রণাঙ্গনের বোদ্ধা
স্বাধীনতার অগ্রনায়ক বীর সেনানী যোদ্ধা।


মরণ পণে যুদ্ধ করে আনলে স্বাধীনতা
দুঃসাহসের এইতো বিজয় নয়তো সহজ কথা।
স্বাধীনতার এই সম্মান আনলো যারা বয়ে
ইতিহাসের পাতায় তাঁরা থাকবে অমর হয়ে।


মুক্তিযুদ্ধের মহান ত্যাগে ব্রতী হলেন যারা
যুদ্ধে গিয়ে শহীদ হলেন রক্ত দিলেন তাঁরা।
প্রাণের মায়া বিলাই যারা স্বাধীনতার জন্য
ইতিহাসের পাতায় পাতায় তাঁরাই হলেন ধন্য।


মুক্তিযুদ্ধে আত্মত্যাগের হয়না কিছুই তুল্য
এমন ত্যাগের বিজয় মালা চিরকাল অমূল্য।
বিপ্লবের ঐ বিজয় গাঁথা থাকবে অমর হয়ে
সংগ্রামী ঐ সালাম জানাই তাদের দুটি পায়ে।


স্বাধীনতা সার্বভৌম মুক্তি নিয়ে এলে
লাল সবুজের বিজয় মাল্য পড়ায় তাদের গলে।
সালাম জানাই স্যালুট জানাই,জানাই বুকের শ্রদ্ধা
অকুতোভয় বীর সেনানী তোমরা মুক্তিযোদ্ধা।


যশোর
১৬/১২/১৯