মুমিনের বৈশিষ্ট্য
মঈন তাজ


মুমিনতো নয় মিথ্যাবাদী নয় সে প্রতারক,
মুমিন হলো আল্লাহ ভীরু সরল পথের লোক।
মুমিন কভু কারো সাথে করেনাতো ছল,
আল্লাহ নবীর পথে সদা থাকে অবিচল।


জীবন দিয়ে মুমিন করে দীনের হেফাজত,
দীনের দাঈ পরকালে হবেনা বেইজ্জত।
ধর্ম যুদ্ধে লড়াই করে হয় সে বীর পুরুষ,
কাফের মুনাফেকের মত নয় সে কাপুরুষ।


রবের দীদার পাবার আশায় করে ইবাদত,
মুমিন সে-তো সকল সময় চায় ঈমানী মৌত।
নির্ধারিত সীমারেখা করেনা লংঘন,
অসৎ কাজে নিষেধ করে তাঁরা সর্বক্ষণ।


রুকু করে সেজদা করে লোক দেখানো নয়,
সদায় তাদের মনে থাকে মহান রবের ভয়।
অন্তরে সে সদায় গাহে রবের গুনগান,
তওবা কারী সিয়াম কারী খালেস মন প্রাণ।


সৎ কাজে সে আদেশকারী করেনা অন্যায়,
তাকওয়াধারী আল্লাহ ভীরু হয় সে সর্বদাই।
জান ও মালের বিনিময়ে কিনে সে জান্নাত,
ইহকালে পরকালে হয় তা প্রতিভাত।


যশোর
১৮/০৯/২১