নারীর অগ্রযাত্রা
মঈন তাজ


পূব আকাশে অরুণ আলো যাচ্ছে কেটে আঁধার রাতি,
প্রাণের প্রিয় এ দেশ আমার বিশ্বজুড়ে বাড়ছে খ্যাতি।
শিক্ষাদীক্ষা কর্মক্ষেত্রে নেই পিছিয়ে নারীজাতি,
সকল কাজে সবার আগে দেখায় তাঁরা তেলেসমাতি।


যুদ্ধ বিমান চালায় তারা কী সুনিপুণ সুদক্ষতায়!
এখন তাঁরা নেই পিছিয়ে পুরুষ জাতির অবহেলায়।
মানুষ হয়ে বুক উঁচিয়ে বাঁচার মত বাঁচতে জানে,
পুরুষ এখন অবাক হয়ে তাকিয়ে থাকে নারীর পানে!


নারী এখন ভয় করেনা বিশ্বভূমি বিচরণে,
কুনোব্যাঙের মত কেনো রইবে তাঁরা ঘরের কোণে?
এখন তাঁরা নয় অবলা কবিতা আর গল্প গানে,
বীরাঙ্গনা দর্পে নারী দোলা জাগায় সবার প্রাণে।


যুদ্ধ থেকে শুরু করে শান্তিকামী সকল কাজে,
তাঁদের অবদানের কথা মৃদুমন্দ হাওয়ায় বাজে।
ব্যবসা থেকে শুরু করে রাজনীতির ঐ উচ্চাসনে,
সফলতার সুবাস ছড়ায় মাটি থেকে দূর গগনে।


মেধা-মনন খেলাধূলায় নারী এখন হচ্ছে সেরা,
সকল কাজে অগ্রগামী নয়তো তাঁরা প্রাচীরঘেরা
আপন গুনে অনন্য আজ নয়তো এসব গল্প গাঁথা,
বিশ্ব এখন স্বীকার করে নারীর অবদানের কথা।


যশোর
১৪/০৩/২১