ন্যায্য দাবির প্লাকার্ড
মঈন তাজ


রাজপথে আজ চেয়ে দেখ কোমল কচিকাঁচা।
ন্যায্য দাবির প্লাকার্ড হাতে চলছে মরা বাঁচা।
সহপাঠীর মৃত্যুতে আজ শোকে মুহ্যমান।
চোখের জলে বুক ভেসে যায় বেদনাহত প্রাণ।
শোককে আজ শক্তি করে ছেড়ে বিদ্যালয়।
ছোট্ট একটি দাবি সবার নিরাপদ সড়ক চাই।
বন্ধ করো মৃত্যু মিছিল রক্ত কেন পথে?
স্লোগান মুখর রাজপথ আজ মুষ্ঠিবদ্ধ হাতে।
দেখতে চাইনা অকাল মৃত্যু স্বজন জ্ঞাতির লাশ।
নিরাপত্তা চাই আমরা চাইনাকো আস্বাস।
আইনের চোখে সবাই সমান সত্য যদি হয়।
শান্ত্রি মন্ত্রী চামার মুচি ল'য়ের উর্দ্ধে নয়।
তাই আমরা সব অন্যায়ের সঠিক বিচার চাই।
উর্দ্ধে বসে চওড়া হাসি এ প্রহসন নয়।
শান্তি চাই শৃংখলা চাই ---চাইনাতো নৈরাজ্য।
অনিয়মটা নিয়ম হলে হয়না বুকে সহ্য।


ঢাকা
০৪/০৮/১৮