নেই
মঈন তাজ


মনে কোনো রাগ নেই,
কলিজায় দাগ নেই,
এতটুকু লোভ নেই,
কারো প্রতি ক্ষোভ নেই,
ভালো কাজে নাম নেই,
সততার দাম নেই,
মোহনীয় বাঁশি নেই,
প্রাণখোলা হাসি নেই,
ভালোবাসা বেশ নেই,
বিরহের শেষ নেই,
ছোটাছুটি রেস নেই,
শান্তির লেশ নেই,
প্রতিরোধী কায়া নেই,
বটের সে ছায়া নেই,
মমতার মন নেই,
আগের সে বন নেই,
নদীর সে ঢেউ নেই,
কারো পাশে কেউ নেই,
বিষ ছাড়া ফল নেই,
দেহ মনে বল্ নেই,
খালে বিলে মাছ নেই,
কেতাবি সে নাচ নেই,
সেই পুঁথি পাঠ নেই,
চারণের মাঠ নেই,
প্রাকৃতিক স্বাদ নেই,
নকলের বাদ নেই,
সিনেমায় প্রাণ নেই,
সুরেলা সে গান নেই,
আগের সে ম্যান নেই,
হিতাহিত জ্ঞান নেই।


ঢাকা
০৪/১২/২১