নিষ্ঠুর সত্য
মঈন তাজ


খিলখিলানী হাসির ধ্বনি
পায়েল বাজে পায়ে,
দস্যি মেয়ে বেড়ায় ঘুরে
আমার সোনার গাঁয়ে।


একলা বসে আপন মনে
নকশীকাঁথা ফুঁড়ে,
আন মনে সে ঢেউ তুলে যায়
চিকন গানের সুরে।


কোন্ গাঁয়ে তার বিয়ে হবে
যাবে এ গাঁও ছাড়ি,
পর মানুষ-ই আপন হবে
হবে সে সংসারি।


এক কালে সে যাবে ভুলে
বাবা মায়ের বাড়ি,
স্মৃতির ঝুলি হাতড়ে পাবে
এ গাঁও ছিলো তারি।


জন্ম ভিটা মাতাপিতা
সবাই দিলো আঁড়ি,
জগৎ জুড়ে এই ইতিহাস
হৃদয় করে ভারি।


ঢাকা
১২/১২/২১