নিত্য দিন-ই বিত্ত খুঁজি
মঈন তাজ


নিত্য দিন-ই বিত্ত খুঁজি হব অনেক ধনী।
বিত্তশালী হলেই পারে হব অনেক মানি।


মান্য গন্য মানুষ হয়ে করব সমাজ সেবা।
আমার মত দান বীর হতে পারে কেবা।


ফাঁকা বুলি ছুড়া যাবে টাকা পয়সা হলে।
ন্যায় অন্যায় ঢেকে যাবে পেশী শক্তির বলে।


টাকা কড়ি ধন-দৌলত অনেক কিছু চাই।
বিত্ত ছাড়া এই দুনিয়ায় মানসম্মান নাই।


কষ্ট করে কি লাভ আমার পড়ালেখা করে।
টাকা হলেই সার্টিফিকেট পাবো বস্তা ভরে।


কাঁড়ি কাঁড়ি টাকা হলে পাবো অনেক কিছু।
টাকার জোরে নিচু মাথা হবে অনেক উঁচু।


আমি বলি বিত্তশালীর আছে লম্বা  হাত।
চির শত্রু তোমার কাছে হবে কুপোকাত।


টাকা ছাড়া সবি ফাঁকা বেঁচে থাকা ভার।
পকেট ভরা টাকা ছাড়া বন্ধ সকল দ্বার।


টাকা যেমন দেবে তোমায় বেঁচে থাকার আশ
টাকায় আবার করবে তোমার জীবন সর্বনাশ।


তাই বলি ভাই সম্পদের হোক সুষ্ঠু ব্যবহার
অন্যায় পথে গেলে কভু পাবেনা নিস্তার।


ঢাকা
২৩/০৪/১৯
Copyright ©মঈন তাজ©