নব কল্লোল
মঈন তাজ


শিউলি ফুটে পদ্ম ফুটে শাপলা ফুটে বিলে,
শুভ্র সাদা মেঘের ভেলা ভাসে আকাশ নীলে।
জুঁই কামিনী প্রমোলিয়া দারুণ মনোলোভা,
কাশ ফুল আর দোলনচাঁপা বাড়ায় শরৎ শোভা।


মহামারী মন ভেঙে দেয় মৃত্যু বয়ে আনে,
স্বচ্ছ আকাশ সুখের কথা বলে কানেকানে।
প্রকৃতির ঐ নতুন সাজে হাসে সবুজ বন,
মহামারীর কষ্ট ভুলে আবার বাঁধি মন।


ফুলের কানে ভ্রমর এসে গুনগুনিয়ে গায়,
সুখ সাগরে গা ভাসিয়ে দুঃখ ভুলে যায়।
প্রকৃতির ঐ মন ভুলানো হিমেল পরশ লেগে,
সুখের আগমনী গানে হৃদয় উঠে জেগে।


রোগ শোক আর মহামারীর কষ্ট যাবো ভুলে,
প্রাণে প্রাণে নব কল্লোল উঠবে আবার দুলে।
নতুন গানে নতুন প্রাণে সাজাবো এই ধরা,
যেমন করে মেঘলা আকাশ তারাতে হয় ভরা।


মেঘের আড়ে যেমন করে রাত্রে হাসে চাঁদ,
তেমন করে কেটে যাবে প্রাণের অবস্বাদ।
বাদল ভাঙা সূর্য যেমন তীব্র তেজে জ্বলে,
তেমনি করে উঠবো জ্বলে প্রাণের কোলাহলে।


যশোর
০৫/০৯/২১