নদী ও নারী
মঈন তাজ


নদীর একটি সৌন্দর্য আছে
আছে মাধুর্য
ঠান্ডা শীতল জলে স্নান করে
কি মজাই না লাগে!
ওর বুকে নৌকা চালিয়ে মানুষ যায়
এক স্থান থেকে অন্য স্থানে।
কৃষক ফসল ফলায় ওর জল দিয়ে।


গ্রাম গঞ্জ শহরের বুক চিরে বয়ে যায় নদী
কত উপকারী-ই না করে
ওর গর্ভে রয়েছে কত সম্পদ।


কিন্তু মাঝেমাঝেই ক্ষিপ্ত হয়ে উঠে
প্লাবনে ভাঙ্গনে ধ্বংস করে বাস্তুভিটা
নষ্ট করে ফসল
নিঃশ্ব হয় মানুষ।


বহতা নদীর মত সৌন্দর্যময় নারী
নারীরও একটি নদী আছে....
প্রেম নদী......
যেখানে সাঁতার কাটতে খুবই আনন্দ লাগে।
কিন্তু হঠাৎ যখন জোয়ার জলে ভাসিয়ে নেয়
সমস্ত আনন্দ বিষাদে পরিনত হয়।


নারীও জোয়ার ভাটায় খেলা করে
প্রেমের প্লাবনে ভেসে যায় পুরুষ
উত্তাল প্রেমের জলোচ্ছ্বাস
যখন উদ্যত হয়
বিলিন হয় সমস্ত ভালোবাসা।


যশোর
১০/০৯/১৯