ও প্রেয়সী মন উদাসী
মঈন তাজ


মন খুলে আজ হয়নি কথা,প্রাণ খুলে তাই গাওনি গান,
ও প্রেয়সী  আজকে বুঝি, আসেনি তাই প্রেমের বান।
আসেনি ঐ মুখে হাসি, বলোনি তাই ভালোবাসি,
হেলায় হারায় শীতের সকাল,তাই কি ছিলো মন উদাসী?


ঝলমলে রোদ বারান্দাতে, চায়ের কাপে চুমুক দিতে,
খেজুর রসের মোয়া মুড়ি,একলা থাকে কোমল শীতে।
ঘাসের উপর শিশির কণা, তাই কী দেখে মন ভরে?
যে ছিলো রোজ হাসির কারণ,সে যে আমার নাই ঘরে।


হিমেল বাতাস একলা মেখে,তাই দিয়ে কি মন জুড়ায়,
রোদের তাপে পুড়ায় না মন,মনের তাপে মন পুড়ায়।
আকাশ দেখে মন ভরেনা, মন ভরে ঐ দৃষ্টিতে,
একটু দেখে হারায় এ মন,ভিজায় প্রেমের বৃষ্টিতে।


যার ছোঁয়াতে হারায় এ মন,কন্ঠে গানের সুর আসে,
বানের জলে ভাসে না মন,প্রেমের জলে মন ভাসে।
ও প্রেয়সী মন উদাসী, প্রেমের জলে ভেজাও মন,
সুখের ছোঁয়ায় ভরে উঠুক,শূন্য তোমার হৃদয় কোণ।


০২/১২/২২
শমশেরনগর