অবেলার প্রেম
মঈন তাজ


এই অবেলায় বললে কেন ভালোবাসার কথা।
বুকের মাঝে উঠলো জেগে পুরনো সেই ব্যথা।


সুখের আশায় পাড়ি দিলে কোন সুদূরের গাঁয়।
সে দিন কেন আসলে না হায় আমার ভাঙ্গা নায়।


ছন্নছাড়া বাঁধনহারা একলা ভাসি জলে।
এই অবেলায় চাইনা সখি প্রেমের মালা গলে।


এই অবেলায় আসলে কেন ফুলের মালা হাতে?
ভাসবে কেন আবার তুমি নতুন বেদনাতে?


আর গেঁথো না সখি তুমি বেদন ফুলের মালা।
ঐ মালাতে আমার বুকে বাড়ে শুধুই জ্বালা।


এসো না গো প্রিয় তুমি প্রেম যমুনার কূলে।
ডুবে গেছে আমার তরী এই সে নদীর জলে।


ব্যথার দীঘি ভরা এখন শতদলের ফুল।
ফুলের গায়ে কাঁটা অনেক হইয়ো না আকুল।


সূর্য গেছে অস্তপারে আর তো সময় নাই।
চড়বে কেন সোনা মেয়ে আমার ভাঙ্গা নায়।


আর খুঁজো না আমায় তুমি এই বেদনার ভিড়ে।
যাও ফিরে যাও প্রিয় সখি তোমার সুখের নীড়ে।


যাও ফিরে যাও সোনা মেয়ে তোমার সোনার গাঁয়।
যাও ভেসে যাও সোনা মেয়ে সুখের দরিয়ায়।


যশোর
১৮/০৯/১৯