অবক্ষয়
মঈন তাজ


দিনে দিনে দ্বন্দ বাড়ে
মন্দ বাড়ে বিশ্বময়,
ওয়াজ নসিহত হচ্ছে তবু
নৈতিকতার অবক্ষয়।


স্বার্থ নিয়ে ব্যস্ত সবাই
নীতির কোথাও বালাই নাই,
নীতির কথা সবাই বলে
নিষ্ঠাবান হয় কয়জনাই।


হুজুর তাহার স্বার্থ নিয়ে
দলিল ফারাজ দিচ্ছে রোজ,
শয়তানে সেই সুযোগ নিয়ে
করছে আবার ভুঁড়ি ভোজ।


দেশে দেশে যুদ্ধ বাঁধায়
দেশ গুলো সব শক্তিধর,
তারাই নাকি শান্তিকামী
বিষয়টা কী হাস্যকর?


মুখোশ পরা মানুষ গুলো
দ্বন্দ বাঁধায় সবখানে,
দিনের আলোয় যায়না দেখা
অন্ধকারে রাশ টানে।


যশোর
২৫/১২/২১