অজুহাত
মঈন তাজ


ঐ চেয়ে দেখো আসমান পানে নিশি যত হয় ঘোর,
বান্দার তরে খুলে দেন তিনি করুণার তত দোর।
নেমে যান তিনি নিম্ন আকাশে আরশে আজীম থেকে,
খুশি হন তিনি সেজদারত বান্দারে দেখে দেখে।


ডাক দিয়ে বলে ওহে বান্দা কি চাও আমার কাছে,
বলে ফেলো সব মনোবেদনা যা কিছু তোমার আছে।
অবুঝ মানুষ বুঝি না কিছুই ঘুমিয়ে কাটায় রাত,
বান্দা হয়ে ডাকি না তাঁরে করি কত অজুহাত।


ফজর গিয়েছে গভীর ঘুমে জোহর হয়েছে কাজা,
শরীর বড় ক্লান্ত আজকে আসরে পায়না মজা।
মাগরিব গেলো হেলায় ফেলায় চায়ের দোকানে বসে,
এশা'র গিয়েছে আড্ডাখানায় গল্প গুজবে রসে।


এইভাবে সব দিন চলে যায় কত অজুহাত রোজ,
এতো নিয়ামত দিয়াছেন যিনি করিনা তাঁহার খোঁজ।
খুঁজিনা কখনো আপনার দোষ,উল্টো দোষায় তাঁরে
মানুষ বানিয়ে কোনো পাঠালেন বেদনার সংসারে।


ডাকিনা তাঁরে তবু তাঁর কাছে কত কিছু আবদার,
ঢেলে দেন তিনি মানবের প্রতি অসীম করুণা তাঁর।
পরম দয়ালু কৃপাময় তিনি মানবজাতির প্রতি,
স্রষ্টারে তবু চেনে না মানুষ করে আপনার ক্ষতি।


ঢাকা
০৭/০৭/২৩