ওরা আমার পূর্ব পুরুষ
মঈন তাজ


সেদিন ছিলো আট'ই ফাল্গুন বাঁধন ভাঙার দিন,
স্পর্ধার অগ্নি সাহসে জড়ো হলো তাঁরা চিরনবীন।
গর্বে আমার বুক ভরে যায় দেখে সেই দুঃসাহস,
সেই রক্ত ধমনিতে বহে ওরা আমার পূর্ব পুরুষ।


আমার প্রিয় মাতৃভাষা এ আমার আত্মপরিচয়,
কখনো কেউ কি ছাড়ে পরিচয় তাই কি কভু হয়!
যত বলি অন্য বুলি কখনো মাতৃভাষা সম নয়,
মায়ের শেখা বুলির মতন হয় কি তা মধুময়।


তেরোশো আটান্ন সাল আট-ই ফাল্গুন দুপুর বেলা,
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে প্রতিবাদী সেই মেলা।
মাতৃ ভাষা বাংলা চাই এই স্লোগানে মুখর চৌদিক,
মায়ের বুলি কেড়ে নিতে চাই তাদের জানাই ধিক।


আট'ই ফাল্গুন বিমোহিত আজ বাংলার অবনি,
বিশ্বের বুকে শুনি আজ আমার মায়ের স্বরধ্বনি।
ওরা নির্ভিক ওরা রণবীর ছাড়েনি মায়ের বুলি,
বুক পেতে তাঁরা বরণ করেছে শত্রু সেনার গুলি।


মায়ের মতন বুকে ধরে রাখি তা নিত্য আকর্ষিক,
এ আমার মায়ের ভাষা আমি ভালোবাসি ততধিক।


যশোর
২১/০২/২২