পড়াশোনার একাল সেকাল
মঈন তাজ


ভাইবোন সবে মিলে বসে উঠানেতে
পড়ালেখা করতাম সপ পাটি পেতে।
সে সময় ছিলো নাতো বিজলির বাতি
হারিকেন জ্বালাতাম হলে পারে রাতি।


চক দিয়ে লিখতাম শ্লেটের উপর
আঁকতাম লিখতাম বানাতাম ঘর।
হাত দিয়ে মুছে দিয়ে শুরু হতো লেখা
এভাবেই ছোটবেলা পড়ালেখা শেখা।


জোরে জোরে সুর করে হতো পড়াশোনা
এক হতে একশত নামতার গোনা।
গনিত আর ইংলিশে ছিলো যত ভয়
সেই পড়া করতেই সময়ের ক্ষয়।


আধুনিক পড়াশোনা কত আয়োজন
পড়াতে বসেনা তবু শিশুদের মন।
সাজগোছ পোশাকের কতনা বাহার
পিঠে ব্যাগ হাতে পানি বাটিতে খাবার।


সারা দিন প্রাইভেট এখানে সেখানে
নেই কোন ফুরসত দেখি সবখানে।
আধুনিক পড়াশোনা কত মজাদার
সেই কালে ছিলো নাতো এতটা বাহার।


যশোর
২৭/০১/২০