ফাগুনের গান
মঈন তাজ


কোকিলের কন্ঠে বাজে ফাগুনের গান,
তার কন্ঠ যেন সকল সুরের প্রাণ।
কি মধুর সুরে ডাকে করে আহ্বান,
বসন্ত ছুটে আসে শুনে তার গান।
ফাগুনের গন্ধ আসে বাতাসে ভেসে,
শিশির জমে না আর ভোরের ঘাসে।
শিমুলের ডালে করে পাখি কোলাহল,
বিদায় নিয়েছে কাল শিশিরের জল।
আম জাম মুকুলে ভ্রমরের খেলা,
ঘুঘু পাখি গান করে দুপুর বেলা।
ফাগুনের রঙে ভরা প্রকৃতির সাজ,
ললনার সাজ বলে বসন্ত আজ।
প্রকৃতি সেজেছে তাই রঙিন সাজে,
ষোড়শীর প্রেম জাগে হৃদয় মাঝে।
  
ঢাকা                            
১১/০২/১৭