পকেট ভারী
মঈন তাজ


মহাসংকট মহামারী
অসাধুদের পকেট ভারী
দ্রব্য মূল্য বাড়ে
সুযোগ বুঝে লাগায় কাজে
অসাধুরা বণিক সাজে
জনগণকে মারে।


ব্যবসায়ীরা মজুত করে
না খেয়ে সব গরীব মরে
মূল্য বড় চড়া
অসৎ লোকের মাতব্বরি
গরীব দুখীর আহাজারি
আমরা ঘাটের মরা।


পণ্য নিয়ে ছলচাতুরী
করছে তারা পকেট ভারী
মনুষ্যত্ব বেচে
মানুষের এই কষ্ট ব্যথা
ভাবেনা রে মরার কথা
ব্যবসা করে নেচে।


আসুন সবাই হই সচেতন
বুঝি সবার আত্ম বেদন
কষ্ট সবার মাখি
দূর্দশার এই কঠিন সময়
কারো যেনো ক্ষতি না হয়
মিলেমিশে থাকি।


যশোর
২৩/০৩/২০