পহেলা বোশেখ
মঈন তাজ


ফি বছর আসে ফিরে বার মাস অন্তে,
বোশেখের আগমনে এলো নববর্ষ,
আগমনী সুর ভাসে ঐ দূর দিগন্তে,
ঘরে ঘরে কড়া নাড়ে নতুনের হর্ষ।
মুছে ফেলে যত সব বিগত দহন,
নব চেতনায় গাহি আগামীর গান,
নতুনের আগমনে যায় পুরাতন
হীনতা দীনতা মন পায় নব প্রাণ।


বাঙালির ইতিহাস অতীত ঐতিহ্য,
উদ্বেলিত করে মন শুভ নববর্ষ,
ইতিহাস বলে দেয় আহা কি প্রাচূর্য!
ছিলো এই মাটি জুড়ে নয় তা বিমর্ষ।
বাঙালির ঘরে আসে এ মহা সোল্লাস,
পহেলা বোশেখে তাই আনন্দ উল্লাস।


যশোর
১৬/০৪/২১