প্রেমের ফাঁদ
মঈন তাজ


প্রেমের ফাঁদে হৃদয় কাঁদে
প্রেমের অনল জ্বালিসনে মন
ধিকিধিকি জ্বলবে জীবন
ইটের ভাটা জ্বলে যেমন।


ব্যাথার বেদন হৃদয় ছেদন
বুকের ভেতর রক্তক্ষরণ
মনের কথা বলবি কারে
এমনি করেই হবে মরন।


দুঃখের সাথী কেউ হবেনা
মরবি একা ধুঁকে ধুঁকে
প্রেমের রোগে ভুগে ভুগে
মরবি মাথা ঠুকে ঠুকে।


যাসনে রে মন কাঁটার পথে
কাতরাবি তুই যন্ত্রণাতে
কভু যেন ভুলিসনা মন
মিঠা কথার মন্ত্রণাতে।


যারা ছিলো বিশ্ব প্রেমিক
সবাই গেছে মরন পথে
জেনে বুঝে উঠবি কেন
যন্ত্রণার ঐ মরন রথে।


চাঁপাই নবাবগঞ্জ
২৩/১০/১৯