প্রতীক্ষা
মঈন তাজ


অধীর প্রতিক্ষায় বসে আছি ,
গন্তব্যে পৌঁছার আশায়
একটি ট্রেনের প্রতিক্ষায়
একটি নিরাপদ যাত্রার অপেক্ষায়
মনের সমস্ত আবেগকে চাপা দিয়ে
সমান্তরাল দুটি রেললাইনের পাতের দিকে তাকিয়ে আছি,
কখন আসবে?
কখন পৌঁছাবো গন্তব্যে?
অপলক দৃষ্টি দিগন্ত পেরিয়ে যায়।
তখনো বাতাসে ভাসেনা হুইসেলের শব্দ,
হাঠাৎ চিকন কন্ঠে মাইকে এলাউন্স হয়,
খুলনা থেকে রাজশাহী গামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি কিছুক্ষণ বিলম্বে আসবে।
অল্প কিছু ক্ষণ পরে এক নম্বর প্লাটফর্মে এসে দাঁড়াবে।


বিষাদ বিরক্তি নেমে আসে দেহ মনে,
কতক্ষণ পরে কিছুক্ষণ হয় কেইবা তা জানে?


বেলা বাড়তে থাকে
দীর্ঘ হয় সময়
যেনো ঘুরতে চাইনা ঘড়ির কাটা।
হাঠাৎ কানে ভেসে আসে হুইসেলের শব্দ
কিছুক্ষণ পরে ইঞ্জিনের ধসধস আওয়াজ
অতঃপর ভিড় ঠেলে ট্রেনে উঠি।


যশোর
০৮/১০/২১