প্রভু প্রেম
মঈন তাজ


মরণ স্মরণ কর  হে মুমিনগণ,
দুনিয়ার মোহ মায়া  করবেনা গ্রাস।
দূর হবে দূরে যাবে   শয়তানি ত্রাস,
প্রভু প্রেম লভে যেনো  তব দেহ মন।
পেতে যদি চাও তুমি   সুখের জীবন,
ধ্যানে জ্ঞানে কর তবে  স্বর্গ অভিলাষ।
সালাত আদায়ে পাবে  প্রভুর প্রকাশ,
না ত্যাজি নবীর পথ  এই হোক পণ।


সরল সঠিক পথে   নিও দয়াময়,
যেই পথে গেলে পাবো  তোমার দিদার।
শয়তানি পথে কভু  নাহি হই ক্ষয়,
ত্যাজি যেনো সেই পথ  যেথা কদাকার।
বেমালুম নাহি ভুলি  মরণের কথা,
তব দ্বারে ফরিয়াদ  নয় যথাতথা।


যশোর
১৮/০১/২২
কাব্য গ্রন্থঃ সনেটের স্লোগান