পূণ্য ছাড়া শূন্য
মঈন তাজ


শূন্য থেকে শূন্যে মিলাই পূণ্য অধিক কম,
পূণ্য ছাড়া শূন্য দিলে হয় কী সুখের দম?
আগে পিছে উপর নিচে বাড়ে শুধু পাপ,
প্রবঞ্চনার মর্ত্যলোকে জীবন অভিশাপ।


মর্ত্যভূমে স্বর্গ বানায় করি সুখের নাচ,
নকল সুখে আসল হারায় করি কী তা আঁচ?
অবহেলায় জগৎ খেলায় যাচ্ছে কেটে দিন,
চোখের আলোয় দেখি তবু হৃদয় আলোহীন।


যে জন পেলো তাঁহার কৃপা সেইতো পূণ্যবাণ,
নরককুণ্ড শাস্তি থেকে পেলো পরিত্রাণ।
জগত জুড়ে রইলো যারা অন্ধ বধির মূক,
ইহকালে পরকালে রইলো তাদের দুখ।


আঁধার রাতে ইবাদতে ফেলি চোখের জল,
ইবাদাতের সকল কর্ম করোনা নিষ্ফল
দু'হাত তুলে তাঁহার কাছে বলে মঈন তাজ,
বিপথগামী বান্দারে হায়! ক্ষমা করো আজ।


যশোর
২৬/০৪/২২