পূর্ণ করো শূন্য থলে
মঈন তাজ


ধনী গরীব বাদশা ফকির সবি বিধির খেলা
সকাল বেলা আমির তুমি ফকির সন্ধ্যা বেলা।
এই দুনিয়ার ক্ষণিক জীবন বদলে যাবে কবে
একটু খানি গভীর ভাবে চিন্তা করো সবে।


অনেক টাকার মালিক তুমি অহংবোধে ভরা
রোজ হাশরে তোমার হিসাব হবে অনেক কড়া।
মরে গেলে এই দুনিয়ার সঙ্গী কে আর হবে
দালান কোঠা অট্টালিকা সবি পড়ে রবে।


ভবের মায়ায় রইলে ডুবে পুণ্য কোথায় পাবে
পুণ্য তোমার শূন্য হলে সঙ্গে কি আর যাবে?
থাকতে সময় পূর্ণ করো শূন্য তোমার থলে
এই দুনিয়া ছাড়তে হবে যাবার সময় হলে।


বিধির বিধান মানলে তুমি শান্তি খুঁজে পাবে
ভ্রান্ত পথে গেলে তোমায় অশান্তিতে খাবে।
তাই তো বলি এসো সবাই এক আল্লাহর পথে
ওহীর বিধান মেনে নিয়ে চলি নবীর মতে।


দুই দিনের এই জীবন নিয়ে বড়াই কেনো করো
সময় থাকতে সঠিক পথের রজ্জুটাকে ধরো।
জেনে বুঝে অহংকারে দম্ভ নিয়ে চলো
মরে গেলে দম্ভ তোমার কোথায় যাবে বলো।


যশোর
২৩/১১/১৯