রমজান বিদায়
মঈন তাজ


বিদায় নিতেছে রমজান আজি উঠিবে ঈদের চাঁদ,
কেহ পেলো তাতে অমৃত স্বাদ কেহ পেলো বিস্বাদ।
সারা রাত জাগি ইবাদতে কেহ আল্লা'র দরবারে,
সেজদায় গিয়ে মাথা নত করে কাঁদিয়াছে বারেবারে।


ক্ষমা চাহিয়াছে বলেছে খোদারে জীবনের যত ভুল,
মাফ করে দাও ওহে দয়াময়  রাখিওনা একচুল।
ইহজগতের পাপ আছে যত ক্ষমা করে দাও মোরে,
ঈমানের সাথে মৃত্যু দানিও নিয়ে যেও তব দোরে।


কত যে মুমিন কাটিয়েছে রাত মশগুল ইবাদাতে,
অপেক্ষা শুধু রোজ কিয়ামতে মালিকের সাক্ষাতে।
আল্লাহ নবী যেই দিন এসে করবেন সাফায়াত,
নূরের আলোয় আলোকিত হবে হৃদয়ের মোনাজাত।


রমজান পেয়ে যারা চেয়ে নিলো সব গুনাহের মাফ,
মহান রবের রহমতে সব মুছে গেলো পরিতাপ।
উদাসীন যারা হেলায় হারালো মহান রবের দান,
হতভাগা তারা চায়নিকো যারা পাপের পরিত্রাণ।


নফসের সাথে করেনি লড়াই বিলাসে মেতেছে মন,
ভাবেনা কখনো মরণ তাহাকে ডাকিতেছে প্রতিক্ষণ।
ভাবেনা কখনো মরণের কথা সদা থাকে উদাসীন,
বুঝেনা অবুঝ শয়তান এসে গ্রাস করে প্রতিদিন।


ওহে দয়াময় আমাদের তুমি রাখিওনা দয়াহীন,
তোমার দয়ায় শাফায়াত চাই রোজ হাশরের দিন।
এখনো যাহারা বুঝেও বুঝেনা ধায় বিপরীত পানে,
তোমার পথের দিশা দাও প্রভু আছে যারা অজ্ঞানে।


বিদায় নিতেছে রমজান আজি কাঁদে অন্তর কত,
তোমার দয়ায় ডুবে আছে যার অন্তর অবিরত।
ঈদ আনন্দ ঢেলে দাও তুমি সকল হৃদয় জুড়ে,
ঈদের খুশিতে দুঃখ বেদনা যায় যেনো সব দূরে।


ঢাকা
১৭/০৪/২৩