রমজান সুধা
মঈন তাজ


এলো রমজান করি শুধা পান
আমরা রবের দাস,
তার মহিমায় ফিরে ফিরে পাই
পবিত্র এই মাস।


মোমিনের তরে আসে প্রাণ ভরে
সুধাময়ী এই মাস,
ধুয়ে মুছে যায় সব অন্যায়
জীবনের পরিহাস।


তাঁর রহমতে চলি সোজা পথে
ফিরে পাই দিক দিশা,
ছিলো সারাক্ষণ পাপাচারী মন
কাটে ঘোর অমানিশা।


পবিত্র মাসে কত প্রাণ হাসে
ধুয়ে মুছে যায় পাপ,
তাঁর সুধা পাই দূরে চলে যায়
শয়তানি অভিশাপ।


দোজখের দ্বার খোলে নাকো আর
পবিত্র এই মাসে,
জান্নাতী ঘ্রাণ পায় কত প্রাণ
রহমতে মন ভাসে।


জান্নাতি দ্বার রুদ্ধ না আর
খোলা থাকে সারাক্ষণ,
তাই নত শিরে তার পানে ফিরে
কৃপা চাহে এই মন।


এই মন যত লালসায় ক্ষত
তত হই সংযমী,
তোমার সে দান মাহে রমজান
ক্ষমা করে দাও স্বামী।


ওহে দয়াময় চাই ক্ষমা চাই
মনে দাও শুদ্ধতা,
তোমার সে দানে মহা সম্মানে
এনে দাও ঋদ্ধতা।


ঢাকা
১০/০৩/২৪