হৃদয় আমার পুড়ে
মঈন তাজ


কইনি তারে ভালোবাসি,দেইনি গোলাপ কভু,
জানিনা সে কেনো আমায়, ভালোবাসে তবু।
আমায় দেখে কেনো সে যে,মিষ্টি করে হাসে,
মুচকি হেসে কেনো জানি,প্রেম জোয়ারে ভাসে।


আড়ে আড়ে ডাগর চোখে,চায় সে আমার পানে,
চোখের উপর চোখ পড়িলে,লাজে আঁচল টানে।
মুখ ফিরিয়ে কি যে ভাবে,কে বা তাহা জানে,
বুঝিনাতো তাহার এমন,ছলচাতুরীর মানে।


বান্ধবীদের কি যে কথা,কয় সে কানেকানে?
সবাই মিলে হো-হো করে,ভাসে হাসির বানে,
দুষ্টু মেয়ের  মিষ্টি  হাসি, আমার বুকে হানে,
গুন গুনিয়ে মেতে উঠে,ভালোবাসার গানে।


মুখের ভাষা বুকের ভাষা, বুঝিনি তা আমি,
জানিনাতো আমায় দেখে,ক্যান করে পাগলামি।
বুঝিনি তো চুলের খোঁপা, কেনো যে তার খুলে,
আমায় দেখে শাড়ির আঁচল,কেনো এতো দুলে।


যে বুঝেনা প্রেমের বুলি,কেমনে তারে বলি,
ভাবের ভাষা না বুঝিলে,কে দেবে অঞ্জলি।
সে কথা আজ ভেবে ভেবে, হৃদয় আমার পুড়ে,
সে যে এখন আমার থেকে, যোজন যোজন দূরে।


যশোর
০২/০৮/২১