রক্তকে অবহেলা করে রক্ত
মঈন তাজ


রক্তকে অবহেলা করে রক্ত
শিথিল হয় সম্পর্কের বাঁধন।
প্রতিদিন মস্তিষ্কে ঢুকে
বিষাক্ত বিষ
আত্মকেন্দ্রিক উন্মাদনায় ঘুরে মানুষ।


ভাবনার অবসর নেই নিজেকে ছাড়া
আত্মার আত্মীয় কে?
কেবা পাড়া পড়শি?
সুখ দুঃখের সাথী হয়না কেউ।


ক্রমশ ভেঙ্গে যাচ্ছে যৌথ পরিবার
একক পরিবারে খুঁজি সোনালি সুখ
আসলে সুখ কোথায়?


স্বজনের সখ্যতা নেই...
নেই বয়োজৈষ্ঠের সম্মান...
বৃদ্ধদের অবহেলা...
ক্রমশ বাড়ছে বোবা কান্না।


রক্তকে অবহেলা করে রক্ত
ছিঁড়ে যাচ্ছে মায়ার বাঁধন
আদর্শ আর নৈতিকতায় হচ্ছে মানুষের স্খলন।  


যশোর
১১/০৯/১৯