রুবাইয়্যাত গুচ্ছ
মঈন তাজ


১।
হঠাৎ যখন দিন ফুরাবে আসবে আধাঁর রাতি,
অবহেলায় রইবে পড়ে দুনিয়ার সব খ্যাতি।
পূণ্যে ভরা আমল নামা থাকে যদি সাথে,
সেই আমলেই জ্বালতে পারে আধাঁর ঘরের বাতি।


২।
বিপথে আর যাস্ নারে মন করি তোরে মানা,
মৃত্যু এসে ধরবে কখন নেইতো কারো জানা।
আজরাইলে ধরবে যখন লাভ হবেনা কেঁদে,
ভালো মন্দ দুই চোখে দেখ্ হসনে কভু কানা।


৩।
জগৎ নিয়ে মত্ত হয়ে থাকবি কত মেতে,
মায়ার বাঁধন ছিন্ন করে হবেই চলে যেতে।
সময় মতো চাষের জমি তৈরী করে নেরে,
ভালো ফসল বুনতে হবে পরকালের ক্ষেতে।


৪।
তাই বলি তুই সময় থাকতে তৈরী হ'রে মনা,
খোদার কাছে চাইবি ক্ষমা করবি আরাধনা।
ভ্রষ্ট পথে যাস্ নারে মন চলরে সঠিক পথে,
রোজ হাশরে খোদার কাছে পাবি সম্মাননা।


৫।
জগতের এই মিথ্যে মায়ায় করিসনে আর গুনাহ,
জন্ম নিলে মরতে হবে সবি জানা শুনা।
জেনে বুঝে কবর ঘরে আগুন নিবি কেনো?
আয়রে সবাই আয় ছুটে আয় ফসল করি বুনা।


যশোরে
৩০/১০/১৯