সাদা সুখ
মঈন তাজ


সাদা রঙের শাড়িখানা
লাগলো দেখে ভালো,
সাদা মনের মানুষ হয়ে
করবে জগত আলো।


সাদা সুখের পরশ লেগে
অঙ্গ ভরে যাক্,
সাদায় সাদায় শুভ্র হয়ে
জীবন ভরে থাক্।


রঙ বাহারি কত জিনিস
দেখি জগতময়,
আমি দেখি কোনো কিছুই
সাদার মত নয়।


দুঃখ ব্যথা নিকোষ কালো
সুখে আছে সাদা,
সুখের ঘরে আঘাত হানে
লেগে অসুর কাদা।


সকল রঙের মাঝে আছে
সাদার পরশ মাখা,
সাদায় সাদায় সুখের পরশ
সরস হয়ে ঢাকা।


যশোর
০৫/০৯/২২