সাহস সঞ্চারী(সনেট)
মঈন তাজ


যেখানে উদ্যম নেই,সেথা নেই জয়,
সফলতা নেই কভু,হীনমন্যতায়।
অভিলাষ হীনতায়,আছে পরাজয়,
সাত পাঁচ ভেবে ভেবে,দিন চলে যায়।
ভীতু যারা চিরকাল,কাজ দেখে ডরে,
দেখেনা জগত তারা,দুচোখে চাহিয়া
ঘর কুনোব্যাঙ হয়ে,বিষাদেই ভরে।
হীনতায় দীনতায়,ভরে থাকে হিয়া।


যে হৃদয় হীনতাকে,দিতে পারে বলি,
ভীরুতাকে লাথি মেরে,সাহস সঞ্চারী।
সুবাসিত ফুল ফুটে,উড়ে আসে অলি,
নতুনের রূপ আনে, হৃদয় উজাড়ি।
জীবনকে করে তুলে,সুখ শোভাময়
চিরকাল জয়ী তারা,পরাজিত নয়।


যশোর
১১/০১/২১