সাইফুর মিনা এবং নতুনতারা
মঈন তাজ


নতুনতারা'র জন্ম হলো সাহিত্যের এই বাগে,
আমরা কবি কাব্য লিখি নতুন অনুরাগে।
সাহিত্যের এই গগন জুড়ে উঠবে তারা যত,
নতুনতারা থাকবে জ্বলে সন্ধ্যা তারার মত।


বিশ্বব্যাপী যাক ছড়িয়ে বাংলা ভাষার সুধা,
মিটবে জানি লেখক পাঠক সবার মনের ক্ষুধা।
নতুনতারা নতুন করে পথ দেখাবে জানি,
সমাজ থেকে মুছে দেবে সকল জরা গ্লানি।


নতুন দিনের নতুন আলো আনবে নতুনতারা,
সাহিত্যের এই জগৎ জুড়ে আসবে নব ধারা।
নতুনতারা'র আকাশ জুড়ে জ্বলবে বহুতারা,
সত্য নিষ্ঠ সুস্থ ধারায় হবেনা পথ হারা।


লেখক পাঠক সবাই যখন উজ্জীবিত প্রাণে,
নতুনতারা'র বিজয় গীতি গাইবে গানে গানে।
নতুনতারা নতুনধারায় আনবে সুবাস বয়ে,
সাইফুর মিনা নতুনতারা থাকবে অমর হয়ে।


সবার ভালোবাসা পেয়ে সাইফুর মিনা ধন্য
সকল কবি'র ভালোবাসা নতুনতারা'র জন্য,
জগৎ জুড়ে ভালোবাসা যায় কি টাকায় কিনা?
সাহিত্যের এই প্রেমিক পুরুষ সঙ্গী নূপুর মিনা।


শুভ জন্মদিনে জানাই প্রাণের ভালোবাসা,
মনের বাগে সুবাস ছড়াক সুপ্ত যত আশা।
পুষ্পাকীর্ণ মধুময় হোক আগামীর পথ চলা,
শুভ জন্মদিনে দিলাম গলায় পুষ্প মালা।


যশোর
০৯/০৬/২১