সাক্ষী আছে মহাকাল
মঈন তাজ


ক'জন বুঝে ব্যথির ব্যথা ক'জন বুঝে কষ্ট তার,
ক'জন বলো খবর নিলো ঐ পীড়িতের সুস্থতার।
আদর করে ক'জন দিলো অন্নহীনে অন্ন ধার,
অসহায়ের জন্য দেখি নয়তো কেহ ঘোর উদার।


বিভেদ ঘেরা বিষাদ ভরা এই ধরণীর অতল তল,
অসহায়ের নেইতো কিছুই আছে শুধু অশ্রু জল।
আছে শুধু কষ্ট ব্যথা আছে শুধু দুঃখ তার,
সুখের স্বপ্নন নেইতো চোখে আছে শুধু অন্ধকার।


ইতিহাসের পাতায় পাতায় সাক্ষী আছে মহাকাল,
যুগযুগান্তর আমরা দেখি শ্রমিক ঠকার নানান ছল।
হরেক ছলে কৌশলে আর নানান রকম বাহানায়,
বিশ্বে যারা সমাজপতি এসব করে ধূর্ততায়।


যশোর
২২/০২/২২