সর্বনাশা বান
মঈন তাজ


প্রবল স্রোতে ভাংছে নদী
ভাংছে বসত ঘর।
সর্বনাশা বন্যা এসে
সব হলো ছারখার।


নষ্ট হলো ক্ষেতের ফসল
ভাসলো মাছের ঘের
অসময়ে কষ্ট দিতে
বন্যা এলো ফের।


শহর রক্ষা বাঁধ ভেঙেছে
প্রবল স্রোতের টান
উপচে নদী ঢুকছে পানি
আসলো দুখের বান।


গরু বাছুর মুরগী ছাগল
সবই অসহায়
বিশুদ্ধ জল তাজা রসদ
পাওয়া বড় দায়।


বৃদ্ধ শিশু রোগী নিয়ে
বড়ই দূর্দশা
বন্যা এসে সবার মনে
বাড়লো হতাশা।


বাড়ছে পানি বাড়ছে কষ্ট
ছুঁইছে ঘরের চাল
দূর্ভোগে আর দূর্দশাতে
মানুষ তালবেতাল।


বানের জলে জীবন অচল
গা করে ঘিনঘিন
নেই মনে সুখ অসুখ বিসুখ
বাড়ছে প্রতিদিন।


সব গিলেছে বানের জলে
চাষীর মাথায় হাত
পেটের জ্বালায় দূর্ভাবনায়
কাটছে দিবস রাত।


নদীর পেটে বিলীন হলো
কত প্রতিষ্ঠান
নিঃস্ব হলো কত জনে
কান্দে কত প্রাণ।


সর্বনাশা বন্যা এসে
করলো যে সংহার
ধ্বংস করে দিয়ে গেলো
সাজানো সংসার।


যশোর
০৫/১০/১৯